উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে। তার বর্তমান শারীরিক অবস্থা এবং দীর্ঘ বিমানযাত্রার ধকল সামলানোর সক্ষমতা বিবেচনা করে এখনই তাকে বিদেশে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। চিকিৎসকরা তার শারীরিক সুস্থতা ও নিরাপত্তাকেই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, 'মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি—এটা যেমন সত্যি, অন্যদিকে মেডিকেল বোর্ড মনে করেছে এই মুহূর্তে তার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্যই বিদেশ নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে।'

আপনার মতামত লিখুন :