ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানাতে শিক্ষক, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজাপুর উপজেলা সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সম্পাদক বাহাউদ্দিন বাচ্চু, বিএনপি ৫নং বড়ইয়া ইউনিয়নের সভাপতি শাহ মো. ফারুক, স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক রতন দেবনাথ, যুবদলের রাজাপুর উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, ছাত্রদলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি ও সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা। অতিথিরা শিক্ষার্থীদের দায়িত্বশীল, নৈতিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার মানোন্নয়নে কলেজ কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন। নবীনবরণ উপলক্ষে নবীনদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :