বিএনপি করার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময় অপহরণ, হামলা ও মিথ্যা মামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মতিন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে “আওয়ামী দোসর” আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের বাঘমারা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ইউপি সদস্য আব্দুল মতিন।
তিনি বলেন, “আমি কমলগঞ্জ সদর ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য এবং দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের একনিষ্ঠ কর্মী। বিএনপি করার কারণেই আমি একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। ২০০৯ সালে রাতে ভানুগাছ বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা আমাকে অপহরণ করে হাত-পা ভেঙে রেললাইনের পাশে ফেলে যায়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
তিনি আরও বলেন, “২০১৩ সালের ১৭ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার মাথায় দা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। আমার হাতের নখ প্লাস দিয়ে তুলে ফেলে এবং মোটরসাইকেলটি ভেঙে চুরমার করে দেয়। আমাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। দেড় মাস চিকিৎসা শেষে আমি বেঁচে ফিরলেও সেই হামলার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছি।”
ইউপি সদস্য মতিন অভিযোগ করে বলেন, আওয়ামী শাসনামলে বিএনপি করার অপরাধে তার এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি। জীবনের নিরাপত্তার স্বার্থে একপর্যায়ে তিনি আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য হন। “বেঁচে থাকার প্রয়োজনে আমি তাদের অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, কিন্তু আদর্শে আমি বিএনপির কর্মীই রয়ে গেছি”, যোগ করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভুয়া আইডি থেকে তাকে তরুণ লীগের সদস্য হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “২০১৮ সালের একটি ভুয়া প্যাডে ‘মতিন’ নামে কারও নাম দেখিয়ে আমাকে আওয়ামী তরুণ লীগের নেতা হিসেবে প্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।"
এই অপপ্রচারকে তিনি তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র বলে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “অভিযোগ না থাকলে পুলিশ কাউকে হয়রানি করে না। পুলিশ সবসময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন :