বৈষম্যবিরোধী ছা্ত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার উপর হামলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে বিভিন্ন আসামিদের কাছ থেকে বাদীর নাম করে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে নব্য বিএনপিতে যোগদান করা কয়েকজন নেতার বিরুদ্ধে।
শনিবার (১০ নভেম্বর ) দুপুরে কিশোরগঞ্জ শহরের নগুয়ায় সংবাদ সম্মেলন করেন মামলার বাদী কামরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের এক নেতা আসামি হওয়ার পর থেকে নব্য বিএনপিতে যোগদান করা কিছু নেতা নিজেদের প্রভাব খাটিয়ে পুলিশের ভয় দেখিয়ে আসামিদের কাছ থেকে আমার নাম ভাঙ্গিয়ে মোটা অংকের টাকা দাবি করছে। যার সাথে আমি মোটেও জড়িত নই। টাকা না দিলে মামলাটি জটিল করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবে ন্যায়বিচারের আশায় মামলা করেছিলাম। কিন্তু এখন কিছু অসাধু রাজনৈতিক নেতা সেই মামলাকে পুঁজি করে আমাকে হয়রানি করছে। এতে আমি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।

আপনার মতামত লিখুন :